রাজধানীতে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক

আটক

নিজস্ব প্রতিবেদক  : রাজধানীর নিউমার্কেট থেকে দুই বিদেশিসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করছে পুলিশ।

শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ তাদের আটক করে।

ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ইউসুফ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটক দুই বিদেশি নাইজেরিয়ার নাগরিক। তারা কয়েকজন বাংলাদেশির সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন প্রতারণামূলক কাজ করে আসছিল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।