রাজধানীতে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে র‌্যাবের হাতে এক তরুণী আটক

এস,এম,মনির হোসেন জীবন \ নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে ফারিয়া মাহজাবিন (২৮) নামে এক তরুণীকে আটক করেছে এলিট ফোর্স র‌্যাব-২ এর একটি দল। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ফেসবুক আইডি প্রোফাইল ও অডিও ক্লিপের একটি প্রিন্ট কপি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর হাজারীবাগ থানাধীন হাজী আফসার উদ্দিন রোড, বাসা নং-২৫/১, কিংস প্যালেস, ফ্লাট নং-৯০১, দশম তলা, পশ্চিম ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাবের আইন ও গনমাধ্যম শাখার সিনিয়র এএসপি মো: মিজানুর রহমান ভুঁইয়া আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র‌্যাব-২ এর অপারেশন কর্মকর্তা রবিউল ইসলাম আজ বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদে তিনি ছাত্র আন্দোলন নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর বিষয়টি স্বীকার করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর হাজারীবাগ থানাধীন হাজী আফসার উদ্দিন রোড, বাসা নং-২৫/১, কিংস প্যালেস, ফ্লাট নং-৯০১, দশম তলা, পশ্চিম ধানমন্ডি এলাকা থেকে ওই তরুনীকে আটক করে র‌্যাব-২ এর একটি দল।
র‌্যবের হাতে ধৃত তরুনী ফারিয়া মাহজাবিন (২৮), স্বামী- মিতেব মোঃ রিয়াসাত, হাজী আফসার উদ্দিন রোড, বাসা নং-২৫/১, কিংস প্যালেস, ফ্ল্যাট নং-৯০১, দশম তলা, পশ্চিম ধানমন্ডি, হাজারীবাগ ঢাকা।
বাস চাপায় শহীদ রমিরউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর উদ্দেশ্যমূলক ভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের সহিত সংহতি প্রকাশ করে ফেসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ছবি, গুজব সংবাদ, বানোয়াট ভিডিও ভাইরাল, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার জন্য বিভ্রান্তমূলক স্ট্যাটাস প্রকাশ করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।