রাজধানীতে বাসচাপায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় বাসচাপায় রফিকুল ইসলাম (৭৬) নামে একজন মারা গেছেন। এতে আহত হয়েছেন তিনজন।

আহতরা হলেন- নিহত রফিকুল ইসলামের জামাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম (৪০), সিএনজি চালক আবুল কালাম (৫৫) অজ্ঞাত (৩০) এক ব্যক্তি।

শুক্রবার সকালে সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও ঢামেক সূত্র থেকে জানা যায়, সকালে সিএনজি অটোরিকশা করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শ্বশুরকে গাবতলী বাস টার্মিনালে নিয়ে যাচ্ছিলেন মফিজুল। শেরে বাংলা নগর এলাকার উড়োজাহাজ ক্রসিংয়ের সামনে গেলে যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চারজন আহত হন। হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সহকারী উপপরিদর্শক বাবুল ‍মিয়া জানান, লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।