নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রবিউল ইসলাম (৪০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মো. ইসমাইল (১৮) ও মো. জাফর (৩০)।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাত রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুজ্জামান জানান, বলাকা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হতাহতদের পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাসচালক আবদুস সামাদকে আটক করেছে পুলিশ।