রাজধানীতে বাস ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

রাজধানীর বনশ্রী স্টাফ কোয়ার্টার রোডে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার চালক স্বপন (৩০) ও যাত্রী ফাতেমা আক্তার (৪০)। আহত দুজন হলেন ফাতেমা আক্তারের দুই ছেলে শাকিবুল আলম রাব্বি (১৫) ও রাইসুল আলম শাকির (১২)।

বিকেলে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম এ তথ্য জানিয়েছেন।

ওসি বলেন, ‘আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অটোরিকশার চালককে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফাতেমা।’

ওসি ফারুকুল আলম আরও বলেন, ‘বনশ্রী স্টাফ কোয়ার্টার রোডে অসীম পরিবহণের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা নারীসহ তিন যাত্রী ও চালক গুরুতর আহত হয়। নিহত ছাড়া বাকি দুজনের অবস্থা গুরুতর। তারা হাসপাতালে ভর্তি রয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘নিহত দুজনকে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদের মধ্যে স্বপনের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা গ্রামে। বাবার নাম মৃত শহীদ। এক ছেলে ও স্ত্রীসহ পরিবার নিয়ে কাফরুল ইব্রাহিমপুরে থাকতো স্বপন। ভাড়ায় অটোরিকশাটি চালাতেন।’