রাজধানীতে বিদেশি বিয়ার ও গাড়িসহ আটক আবু বক্কর সিদ্দিক

রাজধানীতে প্রায় হাজার ক্যান বিদেশি বিয়ার ও গাড়িসহ মো. আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।

সোমবার (২৮ নভেম্বর) রাতে তেজঁগাও শিল্পাঞ্চল থানার দক্ষিণ কুনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার এস এম হাসান সিদ্দিকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কুনিপাড়ায় কয়েকজন মাদক ব্যবসায়ী জিপ গাড়িতে করে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার বিক্রির জন্য অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালানো হয়। গাড়ি তল্লাশি করে ৯৮৪ ক্যান বিদেশি বিয়ার পাওয়া যায়। এ সময় একজনকে গ্রেপ্তার এবং গাড়িটি জব্দ করা হয়।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও এ কর্মকর্তা।