
নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে বিপুল পরিমাণ বিয়ার উদ্ধার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। তারা দুটি বিলাসবহুল গাড়ি আটক ও ২ জনকে গ্রেপ্তার করেছেন।
বৃহস্পতিবার এই বিয়ার উদ্ধার করা হয়। থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে বিয়ারগুলো আনা হতে পারে বলে কর্মকর্তারা সন্দেহ করছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, সূত্রাপুর থানার কর্মকর্তা হেলালউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে বৃহস্পতিবার সকালে ধানমন্ডির নিউ মডেল কলেজের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাশপাশি চলা একটি পাজেরো গাড়ি ও একটি প্রাডো গাড়িতে অনেকগুলো কার্টন দেখে সন্দেহ হয়। গাড়ি থামিয়ে এর ভেতর থেকে ১২৫টি কার্টনে ভর্তি বিয়ার উদ্ধার করা হয়। পরে গাড়ি দুটি আটক করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক গোলাম কিবরিয়া রাইজিংবিডিকে বলেন, ‘সন্দেহ করা হচ্ছে যে, বিলাসবহুল গাড়ি দুটিতে বিয়ারের চালান সরবরাহ করছিল বিক্রেতারা। মূলত আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে মাদক বিক্রেতারা এ পন্থা বেছে নেয়। থার্টি ফাস্ট নাইট উপলক্ষ্যে বিভিন্ন ব্রান্ডের এসব বিয়ার অবৈধভাবে আনা হয়। গ্রেপ্তারকৃত দু’জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’