রাজধানীতে ভূমিকম্পে নিহত ৩

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। আবহাওয়া অফিস জানিয়েছে, নরসিংদীতে উপত্তি হওয়া কম্পনটির ঢাকায় মাত্রা ছিল ৫ দশমিক ৭। এতে রাজধানীর পুরান ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে তিনজন মারা গেছেন বলে জানা গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে রাজধানীতে ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের জোন-১ এর কমান্ডার মো. এনামুল হক জানান, ভূমিকম্পের পরপরই সদরঘাট ও সিদ্দিকবাজার স্টেশন থেকে একটি স্পেশাল রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি বলেন, ‘আমরা এসে দেখি আটতলা ভবনের ছাদের কার্নিশের দেয়াল ভেঙে নিচে পড়ে পথচারীদের ওপর আঘাত করেছে। তিনজন গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আমরা ভবনসহ আশপাশ পুরো এলাকা সার্চ করে নিশ্চিত হই—আর কেউ আটকা নেই। রাস্তার ওপর পড়ে থাকা ভাঙা রেলিংসহ অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করে রাস্তা চলাচল উপযোগী করা হয়।’

তিনি আরও বলেন, ‘এই এলাকার প্রতিটি ভবনের রেলিং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কোনো রেলিংই সঠিকভাবে পিলারের সঙ্গে সংযুক্ত নয়। ভূমিকম্প হলে যেকোনো সময় আরও রেলিং ধসে পড়তে পারে। স্থানীয় বাসিন্দাদের আমরা অনুরোধ করছি—প্রতিটি রেলিং পরীক্ষা করে দেখতে হবে। যদি কোথাও ফাটল থাকে, তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে আরও দুর্ঘটনা ঘটতে পারে।’

দুর্ঘটনার সময় ঘটনাস্থলে থাকা এলাকার বাসিন্দা মো. সালাউদ্দিন যুগান্তরকে বলেন, ‘এখানকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ। ভূমিকম্প হতেই ওই ভবনের রেলিং ধসে পড়ে তিনজনকে গুরুতর আহত হতে দেখি। মুহূর্তেই এলাকার মানুষ জড়ো হয়। কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

স্থানীয়দের ভাষ্য, শুধু ওই ভবনই নয়—আরমানিটোলা ও বংশাল এলাকার বহু পুরোনো ভবনে রেলিং ও কার্নিশ ঢিলা হয়ে আছে। ভূমিকম্পে এসব অংশ ভেঙে পড়ার আশঙ্কা দীর্ঘদিন ধরেই ছিল। আজকের ঘটনা সেই ঝুঁকি আরও স্পষ্ট করে দিল।