নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার, ইয়াবা, গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় মাদকদ্রব্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে মঙ্গলবার সকালে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা, গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। একই দল সোমবার রাতে উত্তরার জাপান ক্লাবে অভিযান পরিচালনা করে। এ সময় হেনিক্যান, ক্যান কার্লসবার্গ বিয়ার, বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় মো. আব্দুল জব্বার মাসুদ নামে একজনকে। এসব অভিযানে পৃথক থানায় মাদক আইনে মামলা হয়েছে।