
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ২৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে এ তথ্য জানিয়েছে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ইউসুফ আলী।
ইউসুফ আলী বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে ২৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এ ছাড়া আটককৃতদের কাছ থেকে ১ হাজার ৭৬ পিস ইয়াবা, ৩৩০ গ্রামের ৫০৭ পুরিয়া হেরোইন, ৮০০ গ্রাম গাঁজা ও ৪২৫ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।