রাজধানীতে মা ও ছেলেকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাকরাইলে পাইওনিয়ার গলির একটি বাসায় মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার সন্ধ্যায় এ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ। নিহতরা হলেন- শামছুন্নাহার (৪৬) ও শাওন (৭)।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল ইসলাম বলেন, ‘ঘটনা শুনেছি। সেখানে যাচ্ছি। পরে বিস্তারিত বলব।’

জানা গেছে, করিম টাওয়ারে এ ঘটনা ঘটে। নিহতরা ওই ভবনের মালিক মো. আব্দুল করিমের স্ত্রী এবং সন্তান।

কাকরাইলের রাজমণি-ইশা খাঁ হোটেলের বিপরীত পাশের গলির ৬ তলা একটি ভবনের ৫ তলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাগরিব নামাজের সময় কে বা কারা এ বাড়িতে ঢুকে কাজের মেয়েকে একটি কক্ষে আটকে রাখে। এরপর মা ও সন্তানকে হত্যা করে চলে যায়। কাজের মেয়ের নাম জানা যায়নি। তাকে আটক করেছে পুলিশ।