রাজধানীতে যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নামের এক নারী নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় তাসলিমা আক্তার (৩২) নামের এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে যাত্রাবাড়ী এলাকার কুতুবখালী হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. আউয়াল জানান, স্কুলের সামন থেকে ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।