রাজধানীতে রাজউকের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি ও মিরপুর আবাসিক এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে বুধবার এ অভিযান চালানো হয়। এ সময় অননুমোদিত হাসপাতাল, হোটেলসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ফুটপাতের স্থাপনা উচ্ছেদ করা হয়।

ধানমন্ডি এলাকায় অভিযানে নেতৃত্ব দেন রাজউকের জোন-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন। অনুমোদন না থাকায় একটি হোটেল ভেঙে ফেলা হয়। ডিফাম হাসপাতালকে নকশাবহির্ভূতভাবে টিনশেড ঘর নির্মাণের জন্য ২ লাখ টাকা জরিমানা এবং সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়। আবাসিক ভবনে বাণিজ্যিকভাবে পরিচালিত ক্যামব্রিজ বিজনেস অ্যান্ড ল একাডেমি তিন দিনের মধ্যে স্থানান্তরের জন্য বলা হয়।

মিরপুর সেনপাড়া পর্বতা এলাকার রোকেয়া স্মরণীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রাজউকের জোন-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান। অভিযানে অবৈধ গাড়ি ওঠা-নামার ঢালু রাস্তা, গার্ডরুম ও বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলা হয়। রাস্তার ওপর নির্মাণ করা কয়েকটি বাসার বাউন্ডারি ওয়ালও ভেঙে ফেলা হয়। অবৈধভাবে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের দায়ে আল হেলাল হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া ভবনের কার পার্কিংয়ের স্থান বাণিজ্যিকভাবে ব্যবহারের কারণে ১৬টি ফার্নিচারের শো-রুম ও তিনটি দোকান এবং আটটি র‌্যাম্প (গাড়ি ওঠা-নামার ঢালু সিড়ি) উচ্ছেদ করা হয়।