রাজধানীতে শনিবার কোথায় কখন লোডশেডিং

দেশে বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় এলাকাভিত্তিক শিডিউল করে চলছে লোডশেডিং। আজ শনিবার সকাল ১০টা থেকেও শুরু হয়েছে লোডশেডিং কার্যক্রম। বিজ্ঞপ্তি অনুযায়ী এ শিডিউল চলবে রাত ১০টা পর্যন্ত।

রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায় কখন লোডশেডিং করবে, সে তালিকা দিয়েছে। একই সঙ্গে তালিকা দিতে শুরু করেছে ওজোপাডিকো ও নেসকো।

ডিপিডিসির গ্রাহকেরা লোডশেডিংয়ের শিডিউল দেখুন।

ডেসকোর গ্রাহকেরা লোডশেডিংয়ের শিডিউল দেখুন।

ওজোপাডিকো গ্রাহকেরা লোডশেডিংয়ের শিডিউল দেখুন।

নেসকোর গ্রাহকেরা লোডশেডিংয়ের শিডিউল দেখুন।