
রাজধানীর শ্যামপুর ধোলাইপাড়ে সড়ক দুর্ঘটনায় ফারুক (৪০) নামে গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন।
সোমবার (৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ধোলাইপাড় নৌকা ফুটওভার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।
মৃত গার্মেন্টসকর্মী রংপুর কোতোয়ালি উপজেলার শেখপাড়া গ্রামের মৃত মুনসুর আলী ছেলে ফারুক। তিন ছেলে ও স্ত্রী পরিবার নিয়ে ধোলাইপাড় এক নম্বর গলিতে থাকতেন। গেন্ডারিয়ায় সজীব ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আয়রনম্যান হিসেবে কাজ করতেন তিনি।
নিহতের তার ছোট ভাই মো. রাজু জানান, রাতে গার্মেন্টস থেকে কাজ শেষে বাসায় ফিরছিলেন ফারুক। পথে ধোলাইপাড় নৌকা ব্রিজের পাশে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুনেছি সিটি করপোরেশনের একটি গাড়ি তাকে ধাক্কা দিয়েছে। তবে কি গাড়ি ধাক্কা দিয়েছে তা আমরা এখনও জানি না।
এ বিষয়ে শ্যামপুর থানার উপপরিদর্শক (এস আই) সমরেশ কুমার দাস জানান, রাত সাড়ে ১১টার দিকে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।
লোকমুখে শুনতে পেরেছি সিটি করপোরেশনের একটি গাড়ির ধাক্কায় এ ঘটনা ঘটেছে। তবে গাড়ি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।