
নিজস্ব প্রতিবেদক : সহপাঠীর মৃত্যু এবং সড়ক সংস্কার ও নয় দফা দাবিতে রাজধানী উত্তাল। এ কারণে রাস্তায় গাড়ি নামাচ্ছেন না মালিকপক্ষ। রাজধানীতে সৃষ্টি হয়েছে তীব্র পরিবহন সংকট।
এ সংকটের কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাস না চলায় বিকল্প যানবাহনে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। আবার অনেকে পায়ে হেঁটেই যাচ্ছেন অফিস কিংবা গন্তব্যে।
সকাল থেকে যাত্রাবাড়ী এলাকায় অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। এই এলাকা থেকে ঢাকার বাইরে কোনো গাড়ি যেতে পারছে না। আর ঢাকার ভিতরেও কোনো গাড়ি ঢুকতে পারছে না। ফলে যারা ঢাকার বাইরে থেকে আসছেন তাদের কাজলায় এসে নেমে হেঁটে তারপরে ঢাকার ভিতরে যেতে হচ্ছে। ঢাকার ভিতরে গন্তব্যে যাওয়ার জন্য এখন রিকশা তাদের ভরসা। আর সেই রিকশায় গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। বেলা সাড়ে ১২ টার দিকে কথা হয় মো. আকরামের সঙ্গে। তিনি চট্টগ্রাম থেকে আসা একটি পরিবহন থেকে দননিয়ায় নেমে যাত্রাবাড়ীর দিকে হেঁটে যাচ্ছিলেন।
তিনি জানান, চাকরির জন্য খুলনায় যাচ্ছেন। সেখানে বিকেল ৫টার মধ্যেই তার পৌঁছানোর কথা। কিন্তু গাড়ি এখান থেকে যেতে না পারায় তিনি নেমে যাত্রাবাড়ী পার হয়ে আরো সামনে এগিয়ে মাওয়া হয়ে ভেঙে ভেঙে খুলনায় যাবেন।
কথা হয় সুজন মাহমুদের সঙ্গে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, ‘আমি সকাল ৮টায় বাসা থেকে বের হয়েছি। তখন দুই একটা গাড়ি চলছিল। তুরাগ বাসে উঠি। খিলগাঁও পুলিশ লাইনের সামনে এসে গাড়ির স্টাফরা জানায় গাড়ি আর যাবে না। এই পর্যন্ত ৮ টাকার ভাড়া জায়গায় তারা ২০টাকা ভাড়া রেখেছে। এরপর পুলিশ লাইন থেকে বনশ্রী হয়ে তারপরে আমার গন্তব্য রামপুরায় যাই। সেখানে যাওয়ার জন্য রিকশা ভাড়া দিতে হয়েছে ৭০ টাকা। রামপুরা পর্যন্ত যেতে আমার মোট খরচ হলো ৯০ টাকা। যেখানে অন্যদিন আমি ১৫ টাকায় যাত্রাবাড়ী থেকে রামপুরা যাই। এভাবে যদি বিকেলে বা সন্ধ্যা পর্যন্ত চলে তাহলে অফিস শেষ করে বাসায় ফেরাও মুশকিল হয়ে যাবে। সকালে ৯০ টাকায় পারলেও বিকেলে হয়তো ৯০ টাকায় পারব না, তখন হয়তো দ্বিগুণ বা আরো অতিরিক্ত তিনগুণ ভাড়া গুণতে হতে পারে।