রাজধানীতে সড়ক দুর্ঘটনায় তিন পুলিশ সদস্যসহ ছয়জন আহত

নিজস্ব প্রতিবেদক : আহত তিন পুলিশ সদস্য হলেন-যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জালাল আহমেদ, পুলিশ কনস্টেবল এখলাসুর রহমান ও মো. মফিজুল। রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় তিন পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রায়েরবাগ জোরাখাম্বা ইউনাইটেড সিএনজি পাম্পের সামনের রাস্তায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যাত্রাবাড়ীর থানার পুলিশ সদস্যরা যান। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরানোর সময় হঠাৎ শ্যামলী পরিবহনের একটি বাস এসে ওই গাড়ি দুটিকে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় শ্যামলী পরিবহনেরও তিন যাত্রী আহত হন।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শ্যামলী পরিবহনের গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে।