রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে সড়ক ‍দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী (৩৫) নিহত হয়েছেন।

বুধবার বিকেলে রাজধানীর কাকরাইল জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রমনা থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান জানান, রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। উদ্ধার করে তাক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৪টায় মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, কোন গাড়ির ধাক্কায় ওই নারী নিহত হয়েছেন, তা নিশ্চিত হতে পারিনি। এখনো নিহতের কোনো স্বজন আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওই মহিলার পরণে বেগুনি সালোয়ার ও কামিজ ছিল বলে জানান তিনি।