রাজধানীতে ৩৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ৩৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ আরো জানায়, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৪৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২৯৭ গ্রাম হেরোইন, ১৩ কেজি ৯০০ গ্রাম পুরিয়া গাঁজা, ৪০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।