নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- শামিম (২৮), মোহন (২৫) ও রনি (২০)।
মঙ্গলবার রাত সাড়ে ১২টায় তাদের যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সকালে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাদের গ্রেপ্তার করা হয়। ওই সময় তারা যাত্রাবাড়ী এলাকার সম্রাট কমিউনিটি সেন্টারের সামনে ডাকাতির পরিকল্পনা করছিল। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. নূর আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।