নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অভিযান চালিয়ে মানব পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আব্দুল হাই, মনা মিয়া ও শামছু মিয়া।
মঙ্গলবার ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে পল্টন ও আগারগাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় আবুল খায়ের নামে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্য। দীর্ঘদিন তারা মানব পাচার করে আসছিল। এ বিষয়ে থানায় মানব পাচার আইনে মামলা হয়েছে।