নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সূত্রাপুর থানাধীন বাংলাবাজার থেকে ৪০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ পাঁচজনকে আটক করেছে র্যাব।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।
র্যাব-১০ থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়েছে, ছয়টি স্নেক ভেনম এয়ার টাইড জার, ১২টি রেড ড্রাগন স্নেক পয়জন (ফ্রান্স থেকে আসা, চামড়া দিয়ে মোড়ককৃত) উদ্ধার করা হয়। এসবের মূল্য ৪০ কোটি টাকা। আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি কাঠের বাক্স, একটি সাপের বিষ ব্যবহারের নির্দেশিকা উদ্ধার করা হয়েছে।


