নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবুজবাগ এলাকা থেকে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্যসহ ছয় ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী।
তিনি বলেন, গতকাল রাতে সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ছয় সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।