
রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে ৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তার নাম মো. দিপু।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাজিরুর রহমান জানান, সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দিপু রাজধানীর বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি ও সরবরাহ করতো।
তার বিরুদ্ধে ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।