রাজধানীর উত্তরখানে এম কে ডেইরি ফার্মে সন্ত্রাসী হামলা, থানায় জিডি

বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর উত্তরখানে এম কে ডেইরি ফার্মে সন্ত্রাসী হামলা । গত কাল দুপুর ২টা ৩০ মিনিটে উত্তরখানের চাপানেরটেক এলাকায় ক্রাইম পেট্রোল বিডি ব্যবস্থাপনা সম্পাদক মোঃ মাসুম কাজীর ডেইরি ফার্মে সন্ত্রাসী হারুনের নেতৃতে ৩ জন সন্ত্রাসী হামলা চালায়। এসময় ফার্মে থাকা মোঃ মাসুম কাজীর খালাতো ভাই গুরুতর আহত হয় । এ ঘটনায় উত্তরখান থানায় বাদী হয়ে জিডি করেন ফার্মের মালিক মাসুম কাজী জিডি নং ১১৩০, তাং-২৬/০৪/১৮ ইং। এ ব্যাপারে ক্রাইম পেট্রোল বিডিকে উত্তরখান থানার ওসি জানা, জিডির তদন্ত চলছে।