
নিজেস্ব প্রতিবেদকঃ ঢাকার অদূরে আশুলিয়ায় বাজার সংলগ্ন টঙ্গাবাড়ী এলাকার বাসিন্ধা আবু সুফিয়ান ১৫ বছরের ব্যবধানে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। সূত্রে জানা যায়; আবু সুফিয়ান ১৫ আগে একজন দরিদ্র কৃষক ছিলেন, অনেক কষ্টে দিন কাটতো তার, কিন্তু মাত্র ১৫ বছরের ব্যবধানে তার যে সম্পদ হয়েছে তা অবাক করার মত। কেউ কেউ তাকে ভূমিদস্যু হিসেবে চিনেন আবার তিনি স্থাপন করেছেন পরিবেশের ক্ষতি সাধনকারী কারী সুরমা ব্রিক ফিল্ড, আশুলিয়া বাজারে আছে কোটি টাকার মূল্যের ১ তলা বৈশাখী মার্কেট, অনুসন্ধানে আরো বের হয়ে আশে চাঞ্চল্যকর তথ্য; ভূমিদস্যু আবু সুফিয়ানের রয়েছে ৭ তলা বাড়ী ও আধা পাকা ৩টি বাড়ীসহ রয়েছে নামে বেনামে ও দখল করা অনেক সম্পদ। ভূমিদস্যু আবু সুফিয়ান হয়তো আলাদিনের সেই চেরাগটি পেয়ে গেছেন। অনুসন্ধান করে জানা যায়; আবু সুফিয়ান চাঁদাবাজি ও ভূমিদস্যু সাধারণ মানুষের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন; এই সন্ত্রাসী কার্যকর্ম করে বিশাল সম্পদের মালিক বনে বসে আছেন আবু সুফিয়ান। তিনি নিজেকে সাবেক বিএনপি নেতা সালাউদ্দিন আহম্মেদের বোনের জামাই পরিচয় দিয়ে এলাকার মানুষকে ভয়ভীতি দেখান। আবু সুফিয়ানের ব্যাপারে জানতে চাইলে তার প্রতিবেশী রফিক দেওয়ান বলেন; ১৫ বছর পূর্বে সুফিয়ান ভাত খাইতে ভাত পায়নাই। বর্তমানে সে মানুষের জমি জবরদখল করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আশুলিয়া টঙ্গাবাড়ী এলাকার ভেজাল জমি পেলে বায়না করে মালিককে হটিয়ে দিয়ে নিজে জবর দখল করেন। তিনি আরো বলেন; কিছুদিন পূর্বে দেলোয়ার নামক এক নিরীহ ব্যক্তির ক্রয় কৃত জমি জোড় পূর্বক দখল করেন। এ ব্যাপারে একটি মামলা হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে আবু সুফিয়ানের সাথে যোগাযোগের চেষ্টা করে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বিস্তারিত আসছে চোখ রাখুন…………।।