
রাজধানীর উত্তরায় স্টেপিং স্টোন ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ (SISB)-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
শনিবার রাজধানীর উত্তরা ক্লাবে এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ, উপাচার্য, ঠাকুর ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ আর্টস।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম আশরাফুল হক, চেয়ারম্যান এবং সিইও, SISB।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন:
সালাউদ্দিন চৌধুরী, চেয়ারম্যান এসি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, পরিচালক ডিবিসি নিউজ চ্যানেল, এবং ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক।
মিসেস সারওয়াত মাসুদা রেজা, কাউন্টি লিড, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট, ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।
মাকসুদা খান মিশা, ব্যবস্থাপনা পরিচালক, স্টাইলিশ গার্মেন্টস লিমিটেড; পরিচালক, ইবিএফসিআই ও বিপিসিসিআই; এবং উপদেষ্টা, স্টেপিং স্টোন স্কুল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আফরোজা হক চৌধুরী, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), স্টেপিং স্টোন ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ।
শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য, গান, আবৃত্তি ও নাট্য পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করেন এবং তাদের সৃজনশীল ও নৈতিক বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানটির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে তরুণ নারী উদ্যোক্তা মাকসুদা মিশাকে স্কুলটির উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ।