
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে ওই আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।
উত্তরার আশকোনায় হাজী ক্যাম্পের পাশে অবস্থিত এই ক্যাম্পে শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে ক্যাম্পের সীমানা প্রাচীর পার হয়ে এক যুবক ভেতরে ঢুকতে যায়। সেখানে উপস্থিত র্যাবের কয়েকজন সদস্য তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে পালানোর চেষ্টা করে। ওই সময় তার শরীরের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফারণ ঘটায়। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। বিস্ফোরণে র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
মুফতি মাহমুদ খান জানান, আত্মঘাতী হামলাকারী যুবকের দেহ বোমা বিষ্ফোরণে ক্ষতবিক্ষত হয়ে গেছে। তার দেহের সাথে বা ঘটনাস্থলে আরো কোন বোমা আছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা কাজ শুরু করেছেন। ওই স্থানটি ঘিরে রাখা হয়েছে।