রাজধানীর উত্তরায় ২৮ হাজার পিস ইয়াবা সহ মাদক সম্রাটসহ আটক ৪

আটক

এস,এম মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরের একটি বাসা থেকে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক সম্রাট মো: জাহিদ হাসান (৩৬) ও তার চার সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) উত্তরা। র‌্যাবের হাতে আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন পাপিয়া হাসান (২৫), মো: ফেরদৌস (২২), মো: মুসা (২৬) ও মো: রফিকুল ইসলাম (৪০)। উদ্বার হওয়া ইয়াবা ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।
শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে উত্তরা ১০ নাম্বার সেক্টর রোড-১৩ বাড়ি-২৩ (তৃতীয় তলার) র‌্যাব-১ এর সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
আজ শনিবার দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মো: মিজানুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র‌্যাবের আইন ও গনমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র (এএসপি) মো: মিজানুর রহমান ভূঁইয়া আজ জানান, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টর রোড-১৩ বাড়ি-২৩ (তৃতীয় তলার) একটি ফ্লাটে উত্তরা র‌্যাব-১ এর সদস্যরা গোপনে ঝটিকা অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যরা ওই বাসায় ঢুকে তল্লাশী চালিয়ে মাদক সম্রাট মো: জাহিদ হাসান ও তার ৪ সহযোগীসহ মোট ৫ জনকে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করেন। উদ্বার হওয়া ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকা।

উত্তরা র‌্যাব-১ এর অপস অফিসার নাম প্রকাশ না করার শর্তে আজ জানান, প্রাথমিক জিঞ্জাসাবাদে গ্রেফতারকৃত ইয়াবা স¤্রাট মো: জাহিদ হাসান সহ তার সহযোগীরা মাদক বিক্রির কথা স্বীকার করেছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া ৫ মাদক ব্যবসায়ী র‌্যাবের হেফাজতে আছে। এবিষয়ে র‌্যাবের পক্ষ থেকে উত্তরা পশ্চিম থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।