রাজধানীর কাফরুল থেকে ১৪৮টি পেট্রোল বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাফরুল থেকে ১৪৮টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

এ সময় মিলন বেপারী নামের একজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার পুলিশ এ তথ্য জানায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. মাসুদুর রহমান রাইজিংবিডিকে বলেন, রোববার বিকেলে কাফরুলের ৪ নম্বর ওয়ার্ডের বি-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিলনকে গ্রেপ্তারের পর তার দেখানো মতে বোমাগুলো উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কাফরুল থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।