রাজধানীর কামরাঙ্গীচরে ডিএমপি উদ্যোগে মাদকবিরোধী অভিযান চলছে

এস.এম.মনির হোসেন জীবন; জামিলা আক্তার পারুলঃ রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে ডিএমপি’র বিভিন্ন ইউনিটের সমন্বয়ে কামরাঙ্গিরচর উপজেলা হাসপাতাল এলাকায় এ অভিযান শুরু হয়। ডিএমপি’র লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম খান মাদকবিরোধী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিএমপি’র সংশ্লিষ্ট থানা পুলিশ, ডিবি পুলিশ, কাউন্টার টেরোরিজম ইউনিট এবং ডগ স্কোয়াডের সমন্বয়ে এ সাঁড়াশি অভিযান চলছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় মাদকবিরোধী অভিযান চালান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ ১১ জনকে আটক করা হয়।