নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজারের ঢাকা ব্যাংকের শাখায় আগুনে ব্যাংকের আসবাবপত্র এবং মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে।
রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার এনায়েত হোসেন বলেন, ১টা ৪০ মিনিটে চারতলা ভবনের আন্ডার গ্রাউন্ডের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ব্যাপক ধোঁয়া বের হতে থাকে। এক সময় আগুন ভবনের নিচতলায় ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।