রাজধানীর কোটবাড়ী রেলওয়ে বালুর মাঠে ক্রীড়া-সংঘ ক্লাবের শুভ উদ্ধোধন

নিউজ ডেস্কঃ রাজধানীর দক্ষিণখানে কোটবাড়ী রেললাইন বালুর মাঠে কোটবাড়ি ক্রীড়া-সংঘ ক্লাবের শুভ উদ্ধোধন করেন ক্রাইম পেট্রোল বিডির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী।

আজ (২৭/১০/২০১৯) রবিবার বেলা ৩.৩০ ঘটিকায় উদ্ধোধন করা হয় এই ক্লাবের প্রথম টুর্নামেন্ট।

উদ্ধোধনের সময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ রির্পোটার সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক মুজিবুর রহমান ও মানুষ মানুষের জন্য ফাউন্ডশনের চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম । উক্ত ক্লাবের আহ্বায়ক মোঃ জামিম হোসেন (জামিল) এর উদ্যোগে উদ্ধোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়।

আনুমানিক দুই হাজার (২০০০) দর্শক উপস্থিত ছিলেন কোটবাড়ি ক্রীড়া-সংঘ ক্লাবের উদ্ধোধনী ম্যাচটি দেখার জন্য, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই ম্যাচটি উপস্থিত সকল খেলোয়ার ক্লাব কর্মকর্তা ও দর্শকদের দাবি ছিলো একটি খেলার মাঠের।

দিন দিন এলাকা আর অঞ্চল ভিক্তিক কমে যাচ্ছে ছেলে-মেয়েদের জন্য খেলাধুলার মাঠ। আশে-পাশে গড়ে ওঠেছে বড় বড় দালান-কৌঠা। উক্ত ক্লাবের প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী বলেন; লেখা-পড়ার পাশা-পাশি খেলা-ধুলার প্রয়োজন রয়েছে, মেধা বিকাশে যেমন লেখা-পড়া দরকার তেমনি খেলা-ধুলাও প্রয়োজন রয়েছে, তাই একটি মাঠ প্রয়োজন বলে আমরা মনে করি।

উক্ত ক্লাবের আহ্বায়ক জামিম বলেন; আমাদের এলাকার ছেলে-মেয়েদের খেলার কোন জায়গা নেই, আমার ও এলাকাবাসীর প্রাণের দাবি এলাকায় যেন নিদির্ষ্ট খেলা মাঠ প্রয়োজন।