রাজধানীর খিলক্ষেতে অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে গেছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেতে অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার দুপুরে পৌনে ১২টায় খিলক্ষেত থানা এলাকার নিকুঞ্জ-২ এর জামতলার এক নম্বর সড়কের খ/১২৩ পারুল ভিলা নামক একটি টিনশেড বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর চেষ্টায় দুপুর পৌনে ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে তিনটি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। অপরদিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

খিলক্ষেত থানার পরিদর্শক (অপারেশন) আদিল হোসেন জানান, ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।