
এস এম নাহিদ : রাজধানীর খিলক্ষেত থানা এলাকাতে সর্বনাশা মাদকের ভয়ংকর চিত্র ফুটে উঠেছে। ঘরে ঘরে মাদক ব্যাবসায়ি, একাধিক বাংলা মদের কারখানা, নির্জন স্থানে অজ্ঞাত নারীর ওড়না ও ভ্যানিটি ব্যাগ সহ খিলক্ষেতের ৫টি রুট দিয়ে রাজধানীতে প্রবেশ করছে সর্বনাশা সব মাদক। আর এই সব মাদক আভিজাত এলাকা গুলশান বনানী বারিধারা বাড্ডা ও ভাটারা থানা এলাকা সহ ছড়িয়ে পড়ছে গোটা রাজধানীতে।
অনুসন্ধানে জানা যায়-৩০০ ফুট রোডে মস্তুল পুলিশ চেকপোস্টের কাছে বিসিএস (প্রসাশন) এর জমি সংলগ্ন ফাকা পরিত্যাক্ত ভবনের ভিতরের একটি কক্ষে নির্জন স্থানে অজ্ঞাত নারীর ওড়না ও ভ্যানিটি ব্যাগ বিছানার চাদর মশার কয়েল মোমবাতি দেখতে পাওয়া যায়। এই ভবনের ঠিক পেছনের একটি টিন সেড একটি ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ইয়াবা সেবনকারীদের ব্যবহৃত হাজারো অ্যালুমিনিয়াম ফয়েল। পাতিরা বালুর মাঠে একাধিক বাংলা চোলাই মদের কারখানা। হাজার হাজার লিটার এইসব দেশী তৈরি বাংলা চোলাই মদ নদী পথে বড় বরুয়া ও সিলন পাড়া হয়ে প্রবেশ করছে রাজধানীতে।
পাতিরার ইয়াবার ব্যবসা নিয়ন্ত্রন করছে জামাল ওরফে হ্যান্ডক্যাপ জামাল কামরুল ও সালেম। বরুয়া পশ্চিম পাড়ার সনি ও সফিকুল ৩০০ ফুট সংলগ্ন ফাস্ট ফুড দোকানে মদ বিয়ার ফেন্সিডিল ও ইয়াবা সরবরাহ করে থাকে। সন্ধার পরেই এসব ফাস্ট ফুড দোকান গুলোর সামনের রাস্তায় ভাসমান ব্যাবসায়িদের আনাগোনা বেড়ে যাচ্ছে দিনের পর দিন। খিলক্ষেত পূর্বনামা পাড়া বাঘা ও খোরশেদ ফেন্সিডিল এর ব্যবসা এখন রমরমা।
বেপারী পাড়ার মাদক সম্রাজ্ঞী নাজমার ভাই শফিক ওরফে ডিলার শফিকের মাদক বিক্রি করছে ভূট্টো ও শাওন। মধ্যপাড়ার ইয়াবা ডিলার ফারুক এখনও ধরাছোঁয়ার বাহিরে। খিলক্ষেতে মাদক ব্যবসা নিয়ন্ত্রন করতে হলে সর্বপ্রথমে মাদক ব্যবসায়ীদের নিরাপদ রুট গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করণের কোন বিকল্প নেই বলে জানিয়েছেন বিশিষ্ট জনেরা।