রাজধানীর তিন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তিন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে প্রায় ৫০ হাজার ইয়াবা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খিলগাঁওয়ের ইন্সপেক্টর সুমনুর রহমান রোববার দুপুরে জানান, রোববার ভোর ৫টা থেকে ইয়াবার বড় একটি চালান উদ্ধারে অভিযান শুরু হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে এলিফেন্ট রোড থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এরপরই রাজারবাগের একটি বাসায় অভিযান পরিচালনা করে আরো ৬ জনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় প্রায় ৫০ হাজার ইয়াবা।