রাজধানীর দক্ষিণখানের কোটবাড়ীতে পুলিশের নির্যাতনের শিকার সাংবাদিক

নিউজ রুমঃ রাজধানীর দক্ষিণখানে নির্যাতনের শিকার ক্রাইম পেট্রোল বিডি’র বার্তা সম্পাদক রেজাউর রহমান চৌধুরী । কোটবাড়ীর চেক পোস্ট না যেন নির্যাতন সেল, গতকাল রাত আনুমানিক ১০ টায় ৩০ মিনিটের সময় ক্রাইম পেট্রোল বিডির বার্তা বিভাগের প্রধান রেজাউর রহমান চৌধুরী আব্দুল্লাহপুর যাওয়ার পথে কোটবাড়ী চেক পোস্টের সামনে গেলে, কনেস্টেবল সাখায়াত তার পথ চলা অবস্থায় বলে এই বেটা দাড়া দেখা তোর কাছে কি আছে? বার্তা সম্পাদক দাঁড়িয়ে বলেন জনাব চেক করবেন; জবাবে সাখায়াত বলে শালা বাইনচত তুই বুঝাতে পার নাই বলে তার সাথে থাকা মানিব্যাগ ও মোবাইল নিয়ে যায়। বার্তা সম্পাদক তার কাছে মানিব্যাগ ও মোবাইল চাইলে, তার সাথে থাকা ওপর এক কনেস্টেবল বলেন শালা তোর মোবাইল মানিব্যাগ দেবার জন্য নিয়েছি? চলে যা; বার্তা প্রধান বলে কেন দিবেন না ? সাখায়াত বলে তুই কি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে যে দিয়ে দিতে হবে ? কথা কাটাকাটির এক পর্যায়ে দুই কনেস্টেবল তাকে চেক পোস্টের ভিতরে নিয়ে মাপ্পর মারতে থাকে আর গালিগালাজ করে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বার্তা প্রধানের বাবা বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী, তিনি গিয়ে জিজ্ঞেস করেন কি হয়েছে, কনেস্টেবল বলে তুই কে? তিনি তার পরিচয় দিলে তাকেও গালাগালি করে কনেস্টেবল আমিনুল ও সাখায়াত, সাখায়াত বলে তোর মত মুক্তিযোদ্ধা আমার পকেটে থাকে যা এখান থেকে, মোবাইল ফোন ও মানিব্যাগ দিয়ে দিলেও মানিব্যাগে থাকা বিশ হাজার টাকা না পেয়ে তাদের কাছে টাকার কথা বললে, তারা টাকা তোর গোয়াদিয়া ডুকায়ে দিমু শালা যা, তখন এ এস আই রাজ্জাক এসে বীরমুক্তিযোদ্ধা সাহেব চলে যান টাকা যেটা চলে গেছে সেটা কি আর পাবেন? সেখান থেকে বার্তা সম্পাদক কে দ্রুত টঙ্গী মেডিক্যালে  নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, এই নিউজ লেখা পর্যন্ত কোন মামলা হয়নি,এতে উত্তরার সাংবাদিক সমাজ তিব্র নিন্দা জানান, দিন দিন পুলিশের এই ধরনের নির্যাতন প্রতিবাদ জানা সবাই, সাধারণ মানুষ ও পুলিশের আস্থা হারিয়ে ফেলছেন ।