মোহাম্মদ হাসান; ক্রাইম রিপোর্টারঃ রাজধানীর দক্ষিণখানে নিপা গার্মেন্টস ঝুঁকিপূর্ণ মেশিনের বিদুৎ স্পর্শে হয়ে জাহিদ হাসান(১৭) নামে একজন শিশু শ্রমিক নিহত হয়েছে বলে জানা যায়। মৃত জাহিদ হাসানের পিতা ইসরাফিল। তারা দক্ষিণখান থানার মধুবাগ এলাকার বাসিন্দা বলে জানা যায়। নিহত জাহিদ হাসানের সহকর্মীরা জানায়; রাত আনুমানিক ০৭ টা ৩০ মিনিটে একটি ঝুঁকিপূর্ণ মেশিনের সামনে অপারেটরের সহযোগী থাকা কালিন অবস্থায় হঠাৎ বিদুৎ মেশিনের তারের স্পর্শে জাহিদ হাসান (১৭) পিষ্ট হয়।ঘটনাটি ঘটার পরে, গার্মেন্টস কতৃপক্ষ কিছুই জানায়নি বলে অভিযোগ করেন নিহত জাহিদ হাসানের পরিবার। প্রায় ২ থেকে আড়াই ঘন্টা যাবৎ ফ্লোরে লাশ পরে থাকার পর আলামিন নামে একজন শ্রমিক নিহত জাহিদ হাসানের পরিবারকে জানায়।পরবর্তীতে নিপা গ্রুপের নিজেস্ব কেসি হাসপাতাল (নোয়াপাড়া দক্ষিণখান) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান খসরু চৌধুরি ঘটনা স্থলে যায়নি। খসরু চৌধুরী শিশু শ্রমিক দিয়ে তার গার্মেন্টস কাজ করান বলে জানা যায়।টাকার অন্ধকার নেশায় মানুষত্ব বোধ হারিয়ে গেছে হয়তো। অনুসন্ধানে আরো জানা যায়; গত ১৬-১৭ দিন আগে খোকন নামে একজন আয়রন ম্যান মারা একই ঘটনায় মারা যায়। ছেলেটির দেশের বাড়ি শেরপুর জেলায়। শুক্রবার মারা গেলেও তার মারা যাওয়ার দিন তারিখ দেখানো হয় শনিবার। বি জি এম এর চোখ ফাকি দিয়ে বিষয়টি ৫০০০০ হাজার টাকার বিনিময় ধামাচাপা দেয় নিপা গ্রুপের চেয়ারম্যান খসরু চৌধুরী। টাকার কাছে একটি প্রাণ যেন বিক্রি হয়ে যায় এই রকম খসরুদের কাছে। এ ব্যাপারে আমাদের প্রতিবেদক নিপা গ্রুপের মালিক খসরু চৌধুরীকে ফোন করলে তিনি আমাদের প্রতিবেদক ধমক দিয়ে বলেন এই সব বিষয়ে আমাকে কিছু বলবেন না, আমি কিছু জানি না ফোন রাখেন কল দিবেন না। প্রত্যক্ষদর্শী জানান; নিপা গ্রুপের মালিক খসরু চৌধুরী এখন সাধারণ মানুষের জন্য এক মূর্তিমান আতঙ্ক, সে টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রাখে। তার অপরাধ অনিয়মের পাল্লা অনেক বড় হয়ে গেছে যে এখন আর সে অপরাধ করতে ভয় পায় না। নিজেকে আইনের উর্দ্ধে মনে করা খসরু চৌধুরী এখন লাশ নিয়ে খেলছে টাকা দিয়ে। এমন আকাল মৃত্যুর বিচার দাবি করেছে এলাকাবাসী।
নিহত শিশু শ্রমিক জাহিদ হাসানের চাচা কথার (ভিডিও)


