
নিজস্ব প্রতিবেদকঃ আজ (শনিবার) বিকাল ৩ঃ৩০ মিনিটে দক্ষিণখান আদর্শ ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রয়াত ২৭ বছরের সফল চেয়ারম্যান, দক্ষিণখান আদর্শ ইউনিয়ন পরিষদের রুপকার, মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস. এম. মোজাম্মেল হক ও সাবেক চেয়ারম্যান, এডভোকেট সরদার মোঃ সরুজ্জামান এবং উত্তরখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মোঃ শহিদুল্লাহ সাহেবের মরণোত্তর সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দক্ষিণখান আদর্শ ইউনিয়ন পরিষদের বর্তমান সফল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস. এম. তোফাজ্জল হোসেন বলেন; তিন চেয়ারম্যান ছিলেন আমার আদর্শ, আমি সেই আদর্শকে মনে ধরে রেখে দক্ষিণখানের উন্নয়নের কাজ করে যাচ্ছি। আমি উনাদের আত্নার মাগফেরাত কামনা করছি।
উক্ত মরণোত্তর স্বরণ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।