রাজধানীর দ‌ক্ষিণখা‌নে সড়ক ও জনপ‌থের ১৫ লাখ টাকা ক্ষ‌তিসাধ‌নের অ‌ভি‌যোগ ওয়াসার বিরু‌দ্ধে ।

ক্রাইম রিপোর্টারঃ দ‌ক্ষিণখা‌নের আব্দুল্লাহ পুর হ‌তে উত্তরখা‌নের তের মুখ পর্যন্ত রাস্তাটির ফায়দাবাদ খন্দকার স্কু‌লের সাম‌নের রোড‌টি ওয়াসা কর্তৃক অ‌বৈধ ঠিকাদার দি‌য়ে খন‌নের ফ‌লে জনসাধারণ চরম বেকায়দায় প‌ড়ে‌ছে।‌সড়ক ও জনপথ বিভাগ এর রাস্তায় অনুম‌তি বিহীন জনদূ‌র্ভোগ সৃ‌ষ্টি করায় ওয়াসার বিরু‌দ্ধে ১৫ লাখ টাকা ক্ষ‌তি সাধ‌নের অ‌ভি‌যো‌গে দ‌ক্ষিণখান থানায় এক‌টি অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে‌ছেন,সহকারী প্র‌কৌশলী-ল‌তিফ।গত শ‌নিবার হ‌তে সোমবার পর্যন্ত রাস্তা খনন হ‌লেও,কাজ শেষ না হওয়ায়,রাস্তা ব্যবহার নি‌য়ে জনমনে চরম ক্ষোভ বিরাজ কর‌ছে ব‌লে জানা গে‌ছে।অনুসন্ধা‌নে জানা যায়,কামাল না‌মে এক ওয়াসার ঠিকাদার গত ১৬/৩/২০১৭ তা‌রিখ দ‌ক্ষিণখান ইউ‌নিয়ন প‌রিষ‌দের প্যা‌ডে রাস্তা খন‌নের অনুম‌তি নি‌য়ে কাজ কর‌ছি‌লো।সড়ক ও জনপথ বিভাগ এর সহকারী কার্যকারী সদস্য,হা‌মিদুর রহমান ও হা‌বিবুর রহমান,কামাল‌কে চ্যা‌লেন্জ কর‌লে সে পা‌লি‌য়ে যায়।ঘটনাস্হ‌লে দেশ বন্দু সমবায় স‌মি‌তির চেয়ারম্যান-হুমায়ুন ক‌বির না‌মে স্হানীয় এক ব্য‌ক্তি জনপথ বিভা‌গের লোকজন‌কে হুম‌কি দি‌য়ে ব‌লে,”রাস্তা খন‌নের কাজ চল‌বে,‌দে‌খি কে ঠেকায়,আমার ক্ষমতা সম্প‌র্কে আপনা‌দের ধারণা নেই”।এ সময় সাংবা‌দিকরা হুমায়ু‌নের নিকট জনপ‌থের লোকজন‌কে হুম‌কি দেওয়ার বিষয়‌টি জান‌তে চাই‌লে ব‌লেন,”‌বেশী কথা বল‌বেন না,এ ব্যপা‌রে কোন লেখা-‌লে‌খি হ‌লে গা‌য়ের চামড়া তু‌লে নি‌বো,আমা‌কে চি‌নেন”?হুম‌কির শিকার সাংবা‌দিকরা দ‌ক্ষিণখান থানায় হুমায়ু‌নের বিরু‌দ্ধে এক‌টি সাধারণ ডা‌য়েরী ক‌রে‌ছেন,যার বাদী রিয়াজ রহমান,জি‌ডি নং- ২৮২।অনুসন্ধা‌নে জানা যায়,হুমায়ুন ক‌বি‌রের শ্রেল্টা‌রে কামাল খন‌নের কাজ শুরু ক‌রে।হুমায়ুন পিলার চ‌ক্রের সদস্য ব‌লে জানা গে‌ছে।‌হত-দ‌রিদ্র‌দের‌কে চরা সু‌ধে ঝৃণ দি‌য়ে গরী‌বের রক্ত শু‌ষে নি‌লেও,তার প্রভা‌বের নিকট অসহায় স্হানীয় জনগন।হুমায়ু‌নের দে‌শের বা‌ড়ি নর‌সিংদী।এ ব্যপা‌রে ওয়াসা উত্তর বিভা‌গের নির্বাহী প্র‌কৌশলী-১ ‌মোঃ ফখরুল ইসলা‌মের এর নিকট জান‌তে চাওয়া হ‌লে ব‌লেন,”হ্যা আমরা কাজ করার অর্ডার দি‌য়ে‌ছি,‌চেয়ারম্যানও দি‌য়ে‌ছে,আমরা ক্ষ‌তি পূরণ দি‌য়ে দি‌বো”।দ‌ক্ষিণখান আদর্শ ইউ‌নিয়ন প‌রিষদ চেয়া‌ম্যান-এস এম,‌তোফাজ্জল হো‌সেন ব‌লেন,”‌বিষয়‌টি আমার ন‌লে‌জে আ‌ছে,তারা রাস্তা কাট‌ছে,জনসাধার‌ণের ভোগা‌ন্তি হচ্ছে ব‌লে জান‌তে পে‌রে‌ছি,জনগ‌ণের সমস্যার তৈরী ক‌রে এমন কিছু করা যা‌বে না”।স্হানীয় মেম্বার মোঃ মোতা‌লিব আফ‌সো‌সের স্ব‌রে জানান,”‌বি‌ধি মে‌নেই  কাজ করা প্র‌য়োজন,জনগ‌ন হয়রা‌নির শিকার হয় এমন কাজ গু‌লো ভে‌বে চি‌ন্তে করা প্র‌য়োজন”।উ‌ল্লেখ্য যে গত বছ‌রের জুলাই মা‌সে রাস্তা‌টির শুভ উ‌দ্ভোধন ক‌রেন,দ‌লের সাধারণ সম্পাদক,‌যোগা‌যোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কা‌দের।বছর না পে‌রো‌তেই  স্হানীয় ঠিকাদার কামাল,দালাল হুমায়ুন ক‌বির,ওয়াসা ও ইউ‌নিয়ন প‌রিষ‌দের কিছু অসাধু ব্য‌ক্তির সহ‌যো‌গিতায় লোকজ‌নের নিকট হ‌তে মোটা অং‌কের টাকা নি‌য়ে রাস্তার খনন শুরু ক‌রে।ঢাকা বিমানবন্দর জার্না‌লিষ্ট এ‌সো‌সি‌য়েশন এর সভাপ‌তি-মাহমুদুল হাসান জানান,”‌রিয়াজ রহমান একজন পেশাদার সাংবা‌দিক,প্র‌য়োজ‌নে আমরা সাংগঠ‌নিকভা‌বে আইনগত ব্যবস্হা গ্রহ‌ন কর‌বো”।রাস্তা খন‌নের বিষ‌য়ে দ‌ক্ষিণখান থানায় মামলা না নি‌য়ে অ‌ভি‌যোগ নেয় ব‌লে জানা গে‌ছে।দ‌ক্ষিণখান থানার অ‌ফিসার-ইনচার্জ,তপন চন্দ্র শাহা জানান,অ‌ভি‌যোগ পে‌য়ে‌ছি,তদন্ত ক‌রে আইনগত ব্যবস্হা গ্রহন করবো”।