
নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহার বাকি এখনও সাত দিন। এরই মধ্যে নির্দিষ্ট সময়ের কয়েকদিন আগেই রাজধানীর বেশিরভাগ পশুর হাটগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু হয়েছে কোরবানির পশু। বুধবার সরেজমিনে শাহজাহানপুর রেলওয়ে মৈত্রী মাঠের হাটে গিয়ে দেখা যায়, মাঠের বাইরের রাস্তায় বেশ কয়েকটি ট্রাকে করে বিক্রির জন্য দেশের বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। তবে ঢাকার দুই সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী ঈদের তিন দিন আগে ঢাকার হাটগুলোতে পশু বিক্রি হওয়ার কথা। সে হিসেবে আগামী শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে পশু বিক্রি শুরু হবে। এ ছাড়া বিক্রির তিন দিন আগে থেকে হাটে পশু আনার কথা রয়েছে। কিন্তু বরাবরের মতো এবারও নিয়ম ভেঙে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় নির্দিষ্ট সময়ের সাত থেকে আট দিন আগে থেকেই আসতে শুরু করেছে পশু। আর শাহজাহানপুর রেলওয়ে মৈত্রী মাঠে ইতিমধ্যে পশু নিয়ে আসা হয়েছে এবং কিছু পশু বিক্রি হয়েছেও বলে জানা গেছে।
ইজারা পরিচালনার সদস্যরা হাটের মূল মাঠে বিভিন্ন জেলাগুলো থেকে নিয়ে আশা পশুগুলো না রেখে পার্শবর্তী রাস্তা ও সামনের কলোনির মধ্যেও বাঁশের খুঁটি বসিয়ে রেখেছে। হাটের বাইরে কেন পশুগুলো রাখা হয়েছে এ বিষয়ে হাট পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলতে চাইলে তারা মন্তব্য করতে রাজি হননি। এদিকে সময়ের আগেই ট্রাকে করে পশু নিয়ে আশার কারণে জনগণের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে অভিযোগ করে এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, হাট ইজারাদাররা নিয়মের তোয়াক্কা না করেই কোরবানির প্রায় এক সপ্তাহ আগেই এখানে পশু প্রবেশ করাচ্ছেন। দিনের যে কোনো সময় ট্রাকে করে আনা হচ্ছে পশু। এতে দেখা দিচ্ছে যানজট। হাটে আসা গরু ব্যবসায়ী রতন জানান, চাঁপাইনবাবগঞ্জের থেকে ট্রাকে করে আজ তারা আটজনের একটি দল এসেছেন এ হাটে। এবার কোরবানির ঈদে তারা ২৬টি গরু এনেছেন। এর মধ্যে আড়াই লাখ টাকা থেকে ৪ লাখ টাকার গরু রয়েছে। অন্যদিকে হাট ঘুরে আরো দেখা যায়, বিট তৈরির কাজ পুরোপুরি সম্পন্ন। রাস্তার দুপাশেও বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে বিট। তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার, ইজারা কাউন্টার। এ ছাড়া হাটটির নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছেন।