এস. এম. মনির হোসেন জীবন \ রাজধানীর বনানী থানাধীন মহাখালীস্থ কলেরা হাসপাতাল গেইট এর সামনে থেকে গোপনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১ উত্তরা একটি টিমের সদস্যরা। র্যাবের হাতে গ্রেফতারকৃতরা হলো- মোঃ আসাদ (২৪), মোঃ শুকুর আলী (২১), মোঃ শফিকুল ইসলাম ওরফে শফিক (২১)। ধৃত আসামীদের দেহ তল্লাশী চালিয়ে ৩ টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ১২৪ টাকা উদ্বার করা হয়।
আজ রোববার সকালে বনানী থানাধীন মহাখালীস্থ কলেরা হাসপাতাল গেইট এর সামনে থেকে ১৮২০ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-১।
র্যাবের আইন ও গনমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি (মিডিয়া) মো: মিজানুর রহমান ভুঁইয়া আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) উত্তরা কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্ট্যান্ট কর্ণেল সারওয়ার বিন কাশেম আজ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানান, আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে র্যাব-১, উত্তরা, ঢাকা এর আভিযানিক দলটি জানতে পারে যে, বনানী থানাধীন মহাখালীস্থ কলেরা হাসপাতাল গেইট এর সামনে মাদক কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে বেঁচাকেনা করার জন্য অবস্থান করছে। এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ আসাদ (২৪), পিতা- মোঃ আনছার আলী, সাং- বেয়ারা বাজার (পশ্চিম পাড়া), থানা- দক্ষিন কেরানীগঞ্জ, জেলা- ঢাকা, তার সহযোগী মোঃ শুকুর আলী (২১), পিতা- মোঃ সিরাজ আলী ও মোঃ শফিকুল ইসলাম ওরফে শফিক (২১), পিতা- সিরাজুল ইসলাম, উভয় সাং- নলবাইদ কান্দা পাড়া, থানা ও জেলা- শেরপুর সহ ৩জনকে গ্রেফতার করে। পরে ধৃত আসামীদের দেহ তল্লাশী করে ৩ টি মোবাইল ফোন ও নগদ ২,১৪০ টাকা জব্দ করে র্যাব।
র্যাব-১ অফিস সুত্রে জানা যায়, গ্রেফতারের পর ধৃত ৩ মাদক ব্যবসায়ীর কথাবার্তা অসংলগ্ন ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের পেটে ইয়াবা ট্যাবলেট আছে বলে ধৃত আসামীরা স্বীকার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের পেট হতে সর্বমোট ১৮২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। কক্সবাজার হতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির নিকট হতে তারা ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বলে স্বীকার করে। পরবর্তীতে ইয়াবা ট্যাবলেটগুলো ভালোভাবে স্কচটেপ দিয়ে পেচিয়ে সাধারণ তৈল/ লুম্ব্রিকেটিং জেল দিয়ে পিচ্ছিল করে পায়ু পথে পেটে নিয়ে ঢাকায় আসে এবং সেগুলো বের করে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে। এছাড়াও এর আগে একাধিক বার তারা ইয়াবার চালান সরবরাহ করেছে বলে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে। আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে এই পন্থা অবলম্বন করে থাকে বলে ধৃত আসামীরা জানায়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জনৈক সজিবের নিকট হস্তান্তরের জন্য বর্ণিত স্থানে অবস্থান করছিল বলে ধৃত আসামীরা স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


