
মেডিক্যাল প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাফায়েত তামরিন (৩০) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৪টার দিকে বাড্ডার আফতাবনগরে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে বাড্ডার আফতাবনগরে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাফায়েত তামরিন নামে একজন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণ বন্দুকযুদ্ধ হয়েছে তা জানাননি এসআই শহিদুল আলম। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।