নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে বালুর মাঠ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
বুধবার দুপুর ২টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে চারটি ইউনিট কাজ করে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানান জিয়াউর রহমান। আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে ডাম্পিংয়ের কাজ চলছে।