
নিজস্ব প্রতিবেদক : গ্রেপ্তারকৃতরা হলেন হানিফ পরিবহনের ড্রাইভার ও হেলপার। রোববার বিকেলে র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. শাহিনুর ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রোববার দুপুরে গোপন সংবাদে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পূর্বপাশে বঙ্গবন্ধু চত্বর সংলগ্ন হানিফ পরিবহনের একটি বাস গাবতলীর দিকে যাচ্ছিল। বাসটি থামার জন্য এ সময় সংকেত দিলে ড্রাইভার বাসটি থামায় এবং র্যাবের উপস্থিতি টের পেয়ে সিটের ডান পাশের গ্লাস খুলে এবং হেলপার কৌশলে বাসের প্রবেশপথ দিয়ে পালানোর চেষ্টা করে। মো. সুমন ও মো. ফারুক আলম ওরফে আলমকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে ৯ হাজার ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।