
নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘রাজধানীর সব পশুর হাটে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় সবাই সন্তোষ প্রকাশ করেছেন।’
বুধবার বিকেলে গাবতলীর পশুর হাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, ‘পশু বিক্রেতা, ক্রেতা এবং হাট ইজরাদারদের সঙ্গে কথা হয়েছে। তারা হাটের সার্বিক নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেছেন। কোথাও কোনো চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞান পার্টির তৎপরতার খবর পাওয়া যায়নি। হাটে পশুক্রেতা-বিক্রেতারা নিরাপদে কেনাবেচা করতে পারছেন। জাল টাকার প্রচলন রোধে পুলিশ তৎপর রয়েছে। জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে।’
পশুর হাটগুলোতে নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন আইজিপি।
এ সময় ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।