রাজধানীর হাটগুলোতে পশুর দাম কমার আশংকা ব্যবসায়ীদের

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহার বাকি তিন দিন। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর হাটগুলোতে কোরবানির অনেক পশু এসে গেছে। আরো পশু আনছেন ব্যবসায়ীরা।

সরজমিনে রাজধানীর হাজারীবাগ, গাবতলী, আফতাবনগর, কমলাপুর, ধোলাইখালসহ কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, অনেক ব্যবসায়ী গরু নিয়ে এসে বিক্রির জন্য প্রস্তুতি নিয়েছেন। এ ছাড়া ট্রাকে করে গরু আসছে। প্রতি ঘণ্টায় ১০ থেকে ১২টি ট্রাক ঢুকতে দেখা গেছে গাবতলী ও আফতাবনগর পশুর হাটে। রাতে এর সংখ্যা আরো বাড়বে বলে জানান হাট সংশ্লিষ্টরা।

তারা জানান, হাটগুলোতে যেভাবে গরু আসতে শুরু করেছে মনে হচ্ছে মঙ্গলবার রাতের মধ্যে হাট ভরে যাবে। মূল বেচাকেনা শুরু হবে বুধবার। তবে গত দুই-তিন দিন ধরে হাটে ক্রেতা যারা আসছেন তারা আসছেন কেবল গরু দেখতে। বেচাকেনার সংখ্যা খুবই কম।

এ বিষয়ে ক্রেতাদের অভিমত, হাটে কোরবানির পশুর সরবরাহ প্রচুর হলেও দাম ছাড়ছেন না বিক্রেতারা। বরং গত বছরের তুলনায় বেশি হাঁকা হচ্ছে দাম।

এদিকে বিক্রেতারা হাটগুলোতে শেষ মুহূর্তে ভারতীয় গরু ঢোকার আশঙ্কা করছেন। তারা বলেন, এখন পর্যন্ত সেভাবে গরু বিক্রি জমে ওঠেনি। এরই মধ্যে যদি ভারতীয় গরু প্রবেশ করে তবে আমরা শেষ হয়ে যাব। এমনিতেই এবার বন্যায় মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এর সঙ্গে যদি গরুর পর্যাপ্ত দাম না পাওয়া যায় তবে অনেকেরই পথে বসতে হবে।

হাজারীবাগের গরুর হাটে নিজের খামারের এগারোটি গরু নিয়ে এসেছেন দিনাজপুর থেকে আসা ব্যবসায়ী ওয়াজেদ আলি। তিনি বলেন, ‘আমাদের গ্রামে বন্যার পানিতে এবার সব তলিয়ে গেছে। এর মধ্যেও গরুগুলোর যত্নের কোন ত্রুটি করিনি। কিন্তু এখন পর্যন্ত বাজারের অবস্থা ভালো নয়। অল্প কিছু ক্রেতা হাটে এলেও তারা কেবল দেখছেন আর দাম শুনে ফিরে যাচ্ছেন। বিক্রির পরিমাণ খুব কম। এর মাঝে ভারতীয় গরু ঢুকলে আমাদের পথে বসতে হবে।’

টাঙ্গাইলের সখিপুর উপজেলা থেকে নিজের খামারের ২০টি গরু নিয়ে গাবতলী গরুর হাটে আসা আশরাফুল বলেন, ‘আমরা সারা বছর লাখ লাখ টাকা খরচ করে গরু পালন করি কোরবানির ঈদে বিক্রির আশায়। কিন্তু এবার খুব চিন্তায় আছি। কারণ, শুনতে পাচ্ছি সীমান্ত থেকে অবাধে চোরাই পথে ভারতীয় গরু ঢুকছে। এগুলো হাটে ঢুকলে লাভ তো দূরে থাক, গরু পালনের খরচের অর্থ তোলাই কঠিন হয়ে যাবে। অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে আমরা গরু পালন করি, আমাদের সব স্বপ্ন শেষ হয়ে যাবে।’

একই প্রসঙ্গে গাবতলী গরুর হাটের ব্যবসায়ী সমিতির নেতা রহমত আলী বলেন, ‘দেশের বিভিন্ন স্থান থেকে খামারিরা এখন পর্যন্ত হাটে গরু নিয়ে আসছেন। বিশেষ করে উত্তরাঞ্চলের গরুর সংখ্যা বেশি। ভারতীয় গরু এখনো হাটে আনা শুরু হয়নি। ভারতীয় গরু এলে দাম কমতে পারে বলে আশংকা করা হচ্ছে। এদিকে ক্রেতারাও দাম কমার আশায় গরু ক্রয় করছেন না, তারা অপেক্ষা করছেন।’

প্রসঙ্গত, সরকারি ও বেসরকারি হিসাবে গত বছর সারা দেশে কোরবানি হয়েছে প্রায় ১ কোটি ৫ লাখ পশু। এ বছর এর সংখ্যা বাড়তে পারে। বাজারে যোগানও বেশি। তবে পশু সম্পদ বিষয়ক এক সেমিনারে গত শনিবার বলা হয়, চলতি বছর দেশের বাজারে সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে ১ কোটি ১৫ লাখ ৫৭ হাজার পশু। চাহিদা গত বছরের থেকে ১০ শতাংশ বাড়লেও পশুর কোনো ঘাটতি হবে না।