রাজধানীর হাতিরঝিলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সোমবার সকালে হাতিরঝিল ওয়াটার ট্যাক্সির এক নম্বর ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

রাজধানীর হাতিরঝিল থেকে পানিতে ভাসমান অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ।

পুলিশ বলছে, অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। তিনি মাদকাসক্তও হতে পারেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) এম এম মারুফ বলেন, লাশটি উপুড় হয়ে ভাসছিল। স্থানীয়রা দেখে থানায় খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি।

তিনি বলেন, নিহত ব্যক্তির শরীরে বিভিন্ন দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হবে।