এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর হাতিরঝিল থানার বউবাজার বেগুনবাড়ি সেতুর নিচে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক তরুণ নিহত ও একজন আহত হয়েছেন। নিহত কিশোরের নাম শিপন (১৮)। তার পিতার নাম সাইদুল ইসলাম। আহত কিশোরের নাম মানিক (১৬)। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিপন ও মানিক হাতিরঝিল মধুবাগ এলাকাযর বাসিন্দা বলে জানা গেছে। খবর পেয়ে সংশ্লিস্ট থানা পুলিশ নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত এই কিশোর মারা যায়। রোববার রাত সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের বউবাজার বেগুনবাড়ি সেতু এলাকায় পূর্ব শত্রæতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটে।
আজ সোমবার দুপুরে ডিএমপি হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর হাতিরঝিলের বউবাজার বেগুনবাড়ি সেতু হয়ে মোটরসাইকেলে করে যাচিছল দুই বন্ধু শিপন (১৮) ও মানিক (১৬)। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে দাঁড়ায় এবং ধারালো অস্ত্র দিয়ে প্রথমে শিপন ও মানিক (১৬)কে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে পথচারী ও স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ওই দিন রাত পৌনে ১২টার দিকে হাসপাতালে চিতিৎসাধীন অবস্থায় তরুণ শিপন মারা যায়। এছাড়া কিশোর মানিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, কিশোর শিপন রোববার রাত পৌনে ১২টার দিকে মারা যান এবং মানিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা আছে।
তিনি জানান, নিহত কিশোর শিপন ও মানিক হাতিরঝিল মধুবাগ এলাকার বাসিন্দা। ঘটনার সময় দু’জনই মোটরসাইকেলে ছিল। সুজন নামে এক যুবক এসে তাদের ছুরিকাঘাত করে বলে আহত মানিক দাবি করেছে।
হাতিরঝিল থানার (ওসি) আব্দুর রশিদ বলেন, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় শিপন নামের এক কিশোর মারা গেছে। আরেকজন আহত হয়েছেন। পূর্ব শত্রæতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ডটি ঘটেছে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে।
ওসি জানান, কি কারণে এ হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে সেটি পুলিশ গুরুত্বসহকারে খতিয়ে দেখছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে, অপরাধীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


