রাজধানী থেকে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানী থেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এরা হলো- মো. জহিরুল ইসলাম ও মো. আশরাফ হোসেন শাওন। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদসংক্রান্ত বই উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমান বলেন, ‘বুধবার রাতে তেজগাঁওয়ের পশ্চিম কুনিপাড়া সংলগ্ন হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

পুলিশ জানায়, ২০১৪ সালে মোশাররফ ওরফে আব্দুল্লাহর মাধ্যমে আনসার আল ইসলামে (আনসারুল্লাহ বাংলা টিম) যোগ দেয় গ্রেপ্তারকৃত দুজন। তারা সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে রাষ্ট্রবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যকলাপে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।